শিক্ষা ব্যবস্থায় কোরআন ও নৈতিক শিক্ষা সংযোজনের দাবিতে যশোরে মানববন্ধন

এসব দাবি নিয়ে মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয় ফোরামের পক্ষ থেকে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
মানববন্ধন করে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলা শাখা
মানববন্ধন করে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলা শাখা |নয়া দিগন্ত

শিক্ষা ব্যবস্থায় কোরআন ও নৈতিক শিক্ষা সংযোজনের দাবিসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলা শাখা। এ নিয়ে মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয় ফোরামের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যশোর জেলা শাখা বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের জয়েন্ট কনভেনর মারুফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমূল হাসান ফারুক, কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, আ: মতিন, নজরুল ইসলাম হান্নান, সামছুল ইসলাম, কুতুব উদ্দিন প্রমুখ।

১১ দফা দাবির মধ্যে প্রাথমিক বিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও উচ্চশিক্ষার সর্বত্রই বাধ্যতামূলকভাবে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তন করা, ব্রাক পাইলট কোর্স, ব্র্যাক স্কুল ও ব্র্যাকপন্থী অন্য সকল বিদ্যালয়, সাবজেক্ট, ডিসিপ্লিন এবং প্রোগ্রামে থাকা সকল কোর্স, বিষয়সমূহ, ব্যবসায়, মেডিক্যাল ও প্রকৌশল সকল কোর্স ও ডিসিপ্লিনে ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত এবং ১০০ নম্বর ও একটি বিষয় বাধ্যতামূলকভাবে সংযোজন অন্যতম।

পরে জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মৎ আসমা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।