বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মো: আবু মুসা বলেছেন, ‘আগামীর বিশ্বে যে দেশ প্রযুক্তিতে যত বেশি পারদর্শী হবে, সেই দেশ তত বেশি আইকনিক নেতৃত্ব অর্জন করবে। বাংলাদেশের উন্নতি ও জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের জন্য আইসিটিতে দক্ষতা অর্জন জরুরি।’
অভিভাবকদের উদ্দেশে তিনি আরো বলেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে সন্তানদের প্রতি যত বেশি যত্ন ও তদারকি থাকবে, তারা তত দ্রুত তাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন ব্যবহার সীমিত করে পড়াশোনায় মনোযোগ দেয়ারও আহ্বান জানান।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এর আগে (শুক্রবার) সকাল পৌনে ১০টায় নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইসিটি অলিম্পিয়াডে সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘আজকের পৃথিবীতে উন্নত জাতিগুলো নিঃসন্দেহে প্রযুক্তিতে অগ্রগামী। আমাদেরও প্রযুক্তিক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্সি অর্জনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষেই ছাত্রশিবিরের এই আইসিটি অলিম্পিয়াড আয়োজন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ টিপু, ওসমানী মেডিক্যাল কলেজের আইসিইউ কনসালট্যান্ট ডা: জাহিদ হোসাইন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার এবং শাবিপ্রবি অফিস সম্পাদক ও শাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম।



