জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা যে যুদ্ধ শুরু করেছি সেই যুদ্ধ শেষ হয়নি। এখনো আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। এলাকায় এলাকায় নতুন করে আবারো দুর্বৃত্তায়ন শুরু হয়েছে ও মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তা যেকোনো মূল্যে রুখে দিতে হবে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) হবিগঞ্জে পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করে স্থানীয়ভাবেই এর চিকিৎসা দেয়া হবে। স্বাস্থ্য বিভাগের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এমন একটি বাংলাদেশ চাই যেখানে লুটেরা ও সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। আমাদের লড়াই কেবল বাংলাদেশ কেন্দ্রীক নয় তা দক্ষিণ এশিয়াব্যাপী। যেখানেই দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলবে ও বৈষম্য চলবে সেখানেই আমরা আন্দোলন করব।’
এনসিপি’র এ শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশের সীমান্তে হত্যা চলছে। ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশী বলে পুশইন করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। ভারতের মুসলিম বিদ্বেষ ঘৃণা বন্ধ করতে হবে। এনসিপি শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের জন্য দরদি একটি দল।’
পদযাত্রায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে পদযাত্রার শুরুতে হবিগঞ্জের জুলাই যুদ্ধে আহতদের সাথে কথা বলেন নেতারা।