কুড়িগ্রামে ভুট্টাবোঝাই ট্রাক উলটে পানিতে

ভুট্টার ট্রাকটি অতিরিক্ত মাল নিয়ে রৌমারী থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে জন্তিরকান্দা স্লুইসগেটের কাছে বাইপাস সড়কের মাঝপথে এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)

Location :

Kurigram
সড়কের পাশে উলটে পড়া ট্রাক
সড়কের পাশে উলটে পড়া ট্রাক |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে ভুট্টাবোঝাই ট্রাক উলটে পানিতে পড়ে গেছে। সোমবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুট্টার ট্রাকটি অতিরিক্ত মাল নিয়ে রৌমারী থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে জন্তিরকান্দা স্লুইসগেটের কাছে বাইপাস সড়কের মাঝপথে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ট্রাকের মালিক স্বপন বলেন, রৌমারী কলেজ পাড়ার এক ব্যবসায়ীর ২৪ টন ভুট্টা গাড়িতে করে আমার গাড়ির ড্রাইভার ঢাকার উদ্দেশে রওনা দেয়। রৌমারী থেকে মাত্র এক কিলোমিটার পথ যেতে না যেতেই এমন ঘটনার শিকার হয়।

স্বপন অভিযোগ করে বলেন, স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ চললেও ঠিকাদারের গড়িমসির কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া মূল সড়কটি বন্ধ করে বাইপাস সড়কটি মজবুত করে নির্মাণ না করায় এবং সড়কটি একপাশে মাটি না থাকায় গাড়ি হেলে পড়ে এ ঘটনা ঘটে। সড়কে এমন দুর্ঘটনার জন্য ঠিকাদারকে দায়ী করছে পথযাত্রী ও যানবাহন মালিকরা।