সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মৃত্যু

হারুন-অর-রশীদের মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজে বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ
সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ |সংগৃহীত

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মৃত্যুবরণ করেছেন। হ্যার্টঅ্যাটাকে তার মৃত্যু হয় বলে সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হারুন-অর-রশীদ ছিলেন ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট। ডেসটিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলামও একটি সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন-অর-রশীদের মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজে বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মো: আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে বলেন, রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। এরপর ক্লাবের ৩০৮ রুমে রাত্রিযাপন করেছিলেন তিনি। সকালে তার একটা মিটিং ছিল। তার মোবাইলে বার বার কল দেয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।