আখাউড়া সীমান্তে বাংলাদেশীদের গরু নিয়ে গেল বিএসএফ

সকাল ৯টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। এসময় টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Akhaura
আখাউড়া সীমান্তে বাংলাদেশীদের গরু ধরে নিয়ে গেছে বিএসএফ
আখাউড়া সীমান্তে বাংলাদেশীদের গরু ধরে নিয়ে গেছে বিএসএফ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে বাংলাদেশী ৮-১০টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। এসময় টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৮-১০টি গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: জিয়াউর রহমান জানান, ‘বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশী গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে। গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে।’