কুষ্টিয়ায় নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Mirpur
পদ্মা নদী
পদ্মা নদী |নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মো: আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আল আমিন উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রমাণিকের ছেলে। বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে আল আমিন কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সাথে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, নিখোঁজের সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সাথে খুলনা থেকে ডুবুরি দলকেও জানানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।