চট্টগ্রামের আনোয়ারায় একটি দিঘি থেকে মুখে গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরুমছড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদীর ধারে লাশটি পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাকে এলাকাবাসী কেউ চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে দেয়া হয়েছে।
এদিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের সিএনজিচালক সাজ্জাদ (২৫) গত শনিবার রাতে নিখোঁজ হন।
তার বড় ভাই শাহেদ দাবি করেন, উদ্ধার হওয়া লাশ সাজ্জাদেরই। সিএনজি ছিনতাইয়ের জন্য স্থানীয় মাদকাসক্তরা সাজ্জাদকে হত্যা করেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।