বাগেরহাটের মোংলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযানে দু’জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক হওয়া দু’জন হলেন মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো: আরিফ ফকির ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল ইসলাম (হিরু মিয়া)।
পুলিশ জানায়, মিঠাখালি ইউনিয়নের চৌরীডাঙ্গা এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো: আরিফ ফকিরসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে চটেরহাট পুলিশ ফাড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম রাত ৯টার দিকে আরিফ ফকিরকে আটক করলেও অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। পৃথক আরেকটি অভিযানে পৌর শহর থেকে কার্যক্রম নিষিদ্ধ ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল ইসলামকে (হিরু মিয়া) আটক করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর এলাকা থেকে আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



