মুন্সিগঞ্জ প্রতিনিধি
গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দিয়ে মুন্সিগঞ্জে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এতে সহযোগিতা করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকরা জাতির চতুর্থ চোখ—এই চোখ দিয়ে সমাজকে আলোকিত করা যায়, আবার ভুল করলে ধ্বংসও ডেকে আনা যায়।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বক্তারা বলেন, অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত মান বজায় রাখা জরুরি।
কর্মশালায় মুন্সিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।



