পদ্মা সেতুতে বৃদ্ধি পাচ্ছে ক্যাশলেস টোল সেবা

পদ্মা সেতুতে বিকাশ, মিডল্যান্ড ও ট্রাস্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে ক্যাশলেস ননস্টপ টোল পরিশোধ সেবা বাড়ছে; এখন পর্যন্ত ইটিসি সিস্টেমে ১,৮১৪টি যানবাহন পারাপারে আদায় হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
পদ্মা সেতুর ইটিসি বুথ পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ
পদ্মা সেতুর ইটিসি বুথ পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ |নয়া দিগন্ত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস, টোল কালেক্টর ব্যতীত ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের টোল পরিশোধ প্রক্রিয়া আরো দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে।

ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপের পাশাপাশি বর্তমানে নতুন করে যুক্ত হওয়া বিকাশ এবং মিডল্যান্ড ব্যাংকের অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। এতে করে সেতুতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ক্যাশলেস ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সেবার পরিসর। এরই মধ্যে পদ্মা সেতুতে ইটিসি সিস্টেমের মাধ্যমে এ পর্যন্ত মোট ১ হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে মোট ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়াও এ পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ১২০টি যানবাহনের।

শনিবার (১৮ অক্টোবর) সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পদ্মা সেতুর ইটিসি বুথ পরিদর্শন করেন এবং ইটিসি সেবা ব্যবহার করে পদ্মা সেতু পারাপার কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ সময় সেতু সচিব বলেন, ‘পদ্মা সেতুতে ক্যাশলেস ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু হওয়ায় টোল পরিশোধ দ্রুত ও ডিজিটাল হয়েছে। যা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি যুগান্তকারী পদক্ষেপ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনা ও দিকনির্দেশনায় পদ্মা সেতুতে এ ইটিসি সিস্টেম বাস্তবায়িত হয়েছে। এটি দেশের টোল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যা সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’

ভবিষ্যতে আরো বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপ এ সেবার আওতায় যুক্ত হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (এটুআই) কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সাথে সংযুক্তির কাজ অব্যাহত রয়েছে বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবহারকারীরা বিকাশ অ্যাপে গিয়ে ‘টোল’ অপশনের অধীনে ‘মোটরযান রেজিস্ট্রেশন করুন’ এ প্রবেশ করে গাড়ির নম্বর ও চেসিস নম্বরের শেষ চার (৪) ডিজিট প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। সফল রেজিস্ট্রেশনের পর ফিরতি এসএমএসে একটি ‘একপাস আইডি’ দেয়া হয়।

এ ‘একপাস আইডি’ ব্যবহার করে বিকাশ অ্যাপের ‘পে বিল’ অপশনের ‘ডি-টোল টপ-আপ’ সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার নিকটস্থ রেজিস্ট্রেশন বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ প্রথমবারের মতো যাচাই করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, যানবাহন কমপক্ষে ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবেন।

উল্লেখ্য, গত মাসের ১৫ সেপ্টেম্বর থেকে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুতে ইটিসি সিস্টেমের লাইভ পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে এ সেবার পরিসর বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: মাসুদ রানা শিকদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয়ে নিশ্চিত করেছেন।