মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ডিমের দাম ২২ হাজার টাকায় বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিলামের মাধ্যমে ডিম সর্বোচ্চ ২২ হাজার টাকায় কিনে নেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো: জাকির হোসেন বলেন, মির্জাপুর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে দানকৃত একটি ডিম শবে কদরের রাতে উন্মুক্ত নিলামে ওঠে। এ সময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় এটি ক্রয় করেন। নিলামে অংশ নেন ব্যবসায়ী সোহেল মিয়া, রাশিক মিয়া এবং আলতাব মিয়া। এসময় পৃথক নিলামে একটি লেবু দেড় হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী আলতাব মিয়া।
স্থানীয়রা জানায়, পবিত্র শবে কদরের রাতে এক মুসল্লি একটি ডিম মসজিদের দারুল কেরাত কেন্দ্রে দান করেন। মসজিদ কমিটি ডিমটি ওই রাতেই উন্মুক্ত নিলামে তোলে। এসময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। একপর্যায়ে এ ডিম ২২ হাজার টাকায় নিলামে ডাক পড়ে। অবশেষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী ডিমটি কিনে নেন।
পবিত্র শবে কদরের রাতে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু দেড় হাজার টাকায় কিনতে পেরে ব্যবসায়ী জাহাঙ্গীর ও আলতাব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।
জাহাঙ্গীর আহমদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।’
এর আগে গত বছরও একই মসজিদে শবে কদরের রাতে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। আর সেটি কিনেছিলেন সালেহ আহমদ নামের এক ব্যবসায়ী বলে মসজিদ কমিটি জানায়।