সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও আ’লীগ নিষিদ্ধের দাবি

এ সময় তারা আওয়ামী লীগকে ‘গণবিরোধী ও ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
সিরাজগঞ্জে আ’লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
সিরাজগঞ্জে আ’লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মুনতাসীর হাসান মেহেদী এবং সংগঠক ইমরান হাসানের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অতর্কিত হামলা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক সজীব সরকার এবং সঞ্চালনা করেন সংগঠক সালমান জোয়াদ্দার।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও বিচার দাবি করেন। এ সময় তারা আওয়ামী লীগকে ‘গণবিরোধী ও ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।

এছাড়া যুগ্ম আহ্বায়ক মুনতাসীর হাসান মেহেদী, ইয়াসিন আরাফাত ঈশান, সংগঠনের মুখপত্র টিএম মুশফিক, মুখ্য সংগঠক জুবায়ের ইসলাম সেজান এবং সংগঠক ইমরান হাসান প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়ে সরকার বিরোধী মত দমন করার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো দমন-পীড়ন আমাদেরকে দাবি থেকে সরাতে পারবে না।’