পিরোজপুরের কাউখালীতে বাঁশ দিয়ে ছাগলের জন্য লতাপাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে।
মৃত মহিদুল ইসলাম পিরোজপুরের উপজেলার উজিয়ালখানের আতিয়ার রহমানের ছেলে।
নিহতের ছোট বোন শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার দুপুরের পর তার ভাই মহিদুল উত্তর বাজার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়িতে গিয়ে ছাগলের জন্য বাঁশ দিয়ে লতাপাতা কাটতে গেলে ভেজা বাঁশ দিয়ে কাজ করার এক পর্যায়ে বাঁশটি বিদ্যুতের লাইনে লেগে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাইনুল ইসলাম মৃত ঘোষণা করেন।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, অসাবধনতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।