নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে শাহরিয়ার সহিদ (২০) ও মোশারেফ হোসেন (২০) চৌমুহনীর উদ্দেশে রওয়ানা দেন। মোটরসাইকেলটি চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল-আরোহী দুজনের মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।



