গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে আনিছুর মিয়া (৩০) নামের এক ভ্যানচালকের গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।
নিহত আনিছুর মিয়া উপজেলার তালুক ফলগাছা গ্রামের মো: মতিয়ার মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে আনিছুর নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে বৃহস্পতিবার বাড়ি থেকে অল্প কিছু দূরে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু হিসেবে দেখছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ধানক্ষেত থেকে আনিছুর মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।