মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সৌদি প্রবাসী স্বপন সরকারের স্ত্রী শ্যামলী আক্তার বলেন, ‘প্রতিবেশী সৈয়দ আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে সৈয়দ আলী ও তার ছেলে রিয়াদ ও মারুফ মিলে তাদের সীমানার দুটি গাছের চারা উপড়ে ফেলেন। তিনি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারা আমার ঘরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং ঘর থেকে নগদ তিন লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।’
শ্যামলী আক্তার আরও বলেন, ‘ঘরে থাকা আসবাবপত্র, টিনের বেড়া ভেঙে ফেলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি আমি পুলিশ ক্যাম্পে জানাই এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’
অভিযুক্ত সৈয়দ আলীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে তার ছেলে রিয়াদ বলেন, ‘কিছুদিন আগে স্বপন সরকারের সাথে একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। সেই ঘটনার জের ধরে তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাতে চাইছেন।’
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
 


