আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে এক যোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত ১১ দলের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। শেষ দিনে সকল প্রার্থীগণ মনোনয়ন জমা দিয়েছেন। তবে আসন সমঝোতা হলে নির্ধারিত আসনের জামায়াতের প্রার্থীগণ মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তাই সবাইকে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জোটভুক্ত দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রার্থীগণ পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীদের মধ্যে থেকে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমির হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ সিলেট জেলা ও মহানগর দায়িত্বশীল, নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেন।



