আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা: মাহমুদা আলম মিতু। তার বাড়ি কাঁঠালিয়া উপজেলায়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এলাকার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী–শিক্ষা বিস্তার এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ডা: মাহমুদা মিতুকে প্রার্থী করা হয়েছে।
দলীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক সেবা, স্বাস্থ্যসেবা ও মানবিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা, সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনায় তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে।
মনোনয়ন প্রতিক্রিয়ায় ডা: মাহমুদা আলম মিতু বলেন, ‘জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করাই মূল লক্ষ্য।’
তিনি আরো বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার উন্নয়ন বঞ্চনার ইতিহাস বদলাতে জনগণের সাথে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য এবং নারী–যুব উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।’
এদিকে মনোনয়ন ঘোষণার পর এনসিপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা মনে করছেন, নতুন প্রার্থী হিসেবে ডা: মাহমুদা আলম মিতুর আগমন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরো প্রাণবন্ত করবে।



