বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ ডে উদযাপন

দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল শজিমেক ক্যাম্পাস।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ ডে উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ ডে উদযাপন |নয়া দিগন্ত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ ডে-২০২৫ পালিত হয়েছে। শিক্ষক ও অতিথিসহ সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়ে বুধবার (৫ নভেম্বর) শেষ হয়।

শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এ সময় তাকে সহযোগিতা করেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ডা: ওয়াদুদুল হক তরফদার নাহিদ ও সদস্য সচিব ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ডা: জাহিদুল ইসলাম ও ডা: রুনা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: পাভেল। এ সময় অতিথি ও আয়োজক কমিটির সদস্যদের বক্তব্য ক্যাম্পাসজুড়ে গর্ব ও প্রেরণার বার্তা ছড়িয়ে দেয়। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ডা: বিটু।

এ সময় আয়োজক কমিটির উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন শজিমেক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মুহাম্মদ মহসীন, অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী, অধ্যাপক ডা: আজফারুল হাবিব রোজ ও ডা: এম এ ওয়াহেদ।

এছাড়া আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়কদের মাঝে বক্তব্য রাখেন ডা: আনোয়ার হোসেন মুকুল, ডা: আনিসুর রহমান, ডা: মোজাম্মেল হোসেন, ডা: সারোয়ার হোসেন, ডা: শরীফুল ইসলাম, ডা: মুহম্মদ জহুরুল হক ও কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম জহির।

দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল শজিমেক ক্যাম্পাস। যা শজিমেক পরিবারের বন্ধন ও গৌরবকে নতুন করে উচ্চতায় নিয়ে যায়।