শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘গার্মেন্ট শিল্পের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প হলো জাহাজ শিল্প। বর্তমানে দেশে জাহাজ শিল্পের আরো প্রসার ঘটছে।’
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেড তুরস্কের মালিকানাধীন নির্মিত কার্গো জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের জাহাজ শিল্পের ঐতিহ্য রয়েছে। গার্মেন্ট শিল্পের পর গুরুত্বপূর্ণ শিল্প জাহাজ শিল্প। বর্তমানে দেশে জাহাজ শিল্পের আরো প্রসার ঘটছে। আনন্দ শিপইয়ার্ডে নির্মিত জাহাজগুলো বিভিন্ন দেশে রফতানির মাধ্যমে জাহাজ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে।’
এ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সকল বাধা অতিক্রম করে, বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এ সরকার আগামী নির্বাচন সম্পন্ন করবে। আশা করবো, অন্তর্বতীকালীন সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে।’
‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে,’ বলেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তুরস্কের বাণিজ্যিক কাউন্সিলর বেলাল বেলিয়েট, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নুরুজ্জামান এনডিসি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হেল বারি, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: সৈয়দ মিজানুর রহমান, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেডের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরজ প্রমুখ।
পরে জাহাজ রফতানিকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেডের তৈরিকৃত ওয়েজ ওয়্যার নামে ৫৫০০ ডেড ওয়েট ধারণক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস কার্গো জাহাজটি তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নওপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়।