সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গৌছ উদ্দিন হত্যা মামলার আসামি জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাঙ্গাডহর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাকির উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের জুনাব আলীর ছেলে এবং সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল গ্রুপের সক্রিয় নেতা বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রাঙ্গাডহর বাজার এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গৌছ উদ্দিন হত্যা মামলার ৬ নম্বর এজহারভুক্ত আসামি। তিনি ওই মামলার সাথে সম্পৃক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার পর থেকে পলাতক থাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলার ৬ নম্বর আসামি। তিনি ওই মামলায় সম্পৃক্ত ছিল।’