উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঝালকাঠির নলছিটিতে ১০ জন এবং কাঠালিয়ায় তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলার সময় হদুয়া মাদরাসা ও নলছিটি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরীক্ষা চলার সময় হলে মোবাইল ফোন পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে অব্যাহতি ও দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ছয়জন শিক্ষককে অব্যাহতি ও একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাডা কাঠালিয়া উপজেলায় তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বছর কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলার সময় দু’টি কেন্দ্রে মোবাইল পাওয়া গেছে। তাই দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’