চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচতলা ভবনের এসির আউটডোর ইউনিটে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া রায়হান (১০) আল ইহসান হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাদরাসার চারতলার এসির আউটডোর ইউনিটে এক শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মা মাহমুদা বেগম ও মাদরাসার শিক্ষক হাফেজ মো: আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করে।
এদিকে ঘটনার সময় আশপাশের শতাধিক মানুষ ভবনের নিচে জড়ো হন। এ সময় তারা ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন।
শিশুর মা মাহমুদা বেগম বলেন, ‘আমার ছেলে রায়হান পবিত্র কোরআনের ১৮ পারা হাফেজ। এর আগেও অন্য এক মাদরাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। আজও মাদরাসা থেকে পালাতে গিয়ে নিচে নামতে না পেরে এসির আউটডোরে আটকে যায়।’
মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো: আরিফ হোসেন বলেন, ‘রায়হানকে দুই দিন আগে ভর্তি করা হয়। আজ সে পালানোর চেষ্টা করে ভবনের চারতলায় গিয়ে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।’
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: বাহার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।’
তিনি বলেন, ‘আবাসিক মাদরাসাগুলোর শিক্ষক ও অভিভাবকদের আরো সতর্ক থাকা উচিত। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
স্থানীয়দের তোলা ভিডিও ও ছবিতে দেখা যায়, চারতলার সংকীর্ণ জায়গায় শিশুটি বেশ কিছুক্ষণ ধরে আটকে ছিল। সামান্য ভারসাম্য নষ্ট হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।