দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৬ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই গ্রামের মরহুম বারেক হাওলাদারের ছেলে মো: কাওছার হাওলাদার (৩০)।
সূত্রে জানা গেছে, জাতীয়ভাবে ইলিশ আহরণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন গতকাল বৃহস্পতিবার রাতে মৎস্য বিভাগের একটি বিশেষ অভিযান দল বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন ওই দুই জেলে। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরদিন সকালে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।