শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারিখ ঘোষণা করার কথা থাকলেও রাত সাড়ে ৯টায় তা ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময়ে শিক্ষার্থীরা ‘তুমিও জানো আমিও জানি, ভিসি–প্রো-ভিসি লন্ডনী’, ‘তারেক রহমান জানেন নাকি, প্রশাসনের দালালি’, ‘শাকসু হবে কয় তারিখ? ৮ তারিখ’, ‘প্রহসনের নির্বাচন মানি না মানবো না’, ‘ছুটির আগে নির্বাচন দিতে হবে‘সহ নানা স্লোগান দিতে থাকেন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ‘গতকাল ভিসি ও প্রো-ভিসি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন হবে ৯ বা ১০ তারিখে। কিন্তু আজ ছাত্রদলের সাথে মিটিং করে নির্বাচন ছুটির মধ্যে ফেলে দিলেন। তারা একটি পক্ষকে খুশি করে শাকসু নির্বাচন বানচালের আয়োজন করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ পর্যন্ত ১০ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হবে ততক্ষণ আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
পিএমই বিভাগের শিক্ষার্থী ইবরাহিম বিন ইসলাম বলেন, ‘আজ সন্ধ্যা ৭টায় তারিখ ঘোষণার কথা থাকলেও একটি পক্ষের সাথে মিটিং করে সংবাদ সম্মেলন বিলম্ব করা হয় এবং রাত ৯টায় এসে ১৭ তারিখ ঘোষণা করা হয়। গতকাল ভিসি স্যার বলেছিলেন ১০ তারিখের মধ্যে নির্বাচন হবে। কিন্তু আজ লন্ডনের প্রেসক্রিপশনে নির্বাচন ১৭ তারিখে নিয়ে যাচ্ছেন। এতে অর্ধেক শিক্ষার্থী ছুটিতে বাড়ি চলে যাবে, যা নির্বাচনের নাটক সাজানো ছাড়া কিছুই নয়।’
এর আগে ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা দুই পক্ষের সাথে কথা বলে ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করছি। সব দিক বিবেচনা করে ১৭ ডিসেম্বর একটি ভালো তারিখ। আমরা আশা করি, সবাই শাকসু আয়োজনে সহযোগিতা করবে।’



