নিজ জিম্মায় থাকা রাষ্ট্রীয় সম্পদ রেললাইন (রেলপাত) চুরি করে বিক্রির মামলায় আটক নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের প্রকৌশলী সুলতান মৃধাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২০ জুন) সকালে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে তুললে এ নির্দেশ দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ৩টার দিকে নিজ অফিস থেকে তাকে আটক করে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আটক সুলতান মৃধা (৫৮) মাদারীপুর শিবচরের চর কামার হাওলাদার কান্দির মরহুম হবির উদ্দিন মৃধার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এসএসএই/ওয়ে/সৈয়দপুর দফতরের ভেতরের গোডাউনে চুরি করে রেল কেটে তা চোরাই পথে বিক্রির উদ্দেশে জমা রেখেছেন বলে জানান ঊর্ধ্বতন দুই প্রকৌশলী। একইসাথে বিক্রির জন্য জমানো ওই রেলপাতের একটি ভিডিও দেখা গেছে। পরে ওই গোডাউন পরিদর্শন করে ঘটনার সত্যতা পায় পুলিশ। যেখানে চারটি অক্সিএসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি/গ্যাস সিলিন্ডারসহ রেল কাটিং ক্যাবল ও ২৫ টুকরা বিভিন্ন সাইজের কাটা রেল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
এর আগে ভোরে সুলতান মৃধা প্রায় দুই পিকআপ কাটা রেললাইন পাচার করেছে বলে জানা যায়। পরে ঘটনায় তাকে আটক করে সৈয়দপুর রেলওয়ে থানায় নেয়া হয়।
পরে রেলওয়ে ম্যানুয়াল কোড অনুযায়ী এ কাজ অপরাধ ও দুরভিসন্ধিমূলক জানিয়ে সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা করেন ঊর্ধ্বতন কর্মকর্তা পার্বতীপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম।