সিলেট নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় রেললাইনের উপর থেকে এক যুবকের মাথাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।
নিহত মতিউর রহমান (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া এলাকার কুটি মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ‘ভোরে যেহেতু লাশ উদ্ধার হয়েছে তাই ধারণা করা হচ্ছে, গ্রাম থেকে সিলেট অভিমুখী উদয়ন ট্রেনের নিচে পড়ে যুবকটি কাঁটা পড়তে পারে।’
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি আরো তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সর্বশেষ বুধবার রাতে উপশহর বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
সিলেট রেলওয়ে থানার পুলিশ সুপার মো: শফিকুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।


