বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও মুন্সীগঞ্জ -২ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘দেশের মানুষের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, দেশের মানুষ তা আজীবন স্মরণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি কখনো আপোস করেননি। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য আপোসহীন এক নেত্রী। সবাই দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন আমাদের নেত্রীকে জান্নাতবাসী করেন।’
শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে হলদিয়ায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরে দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।
স্থানীয় বিএনপি নেতা জামাল হোসেন মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, বিএনপি নেতা বাদল হাওলাদার, হারুন মোড়ল , উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খানসহ লৌহজং উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



