হোসেনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পানিতে ডুবে ইউসুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
হোসেনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
হোসেনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কলিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।

জানা যায়, দুপুরে খেলার ছলে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।