কালিয়াকৈরে রেলক্রসিংয়ে ট্রাক বিকল

৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

এ ঘটনায় একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটারসহ অন্তত পাঁচটি ট্রেন দু’পাশের স্টেশনগুলোতে আটকা পড়ে।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে বিকল হওয়া ট্রাক
কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে বিকল হওয়া ট্রাক |নয়া দিগন্ত

ঢাকা-রাজশাহী রেলপথে গাজীপুরের কালিয়াকৈরে একটি পণ্যবাহী ট্রাক রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়ে। এতে প্রায় তিন ঘণ্টা ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ থাকে। পরে বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৪ জুলাই) ট্রাকটি রেলক্রসিংয়ে বিকল হয়ে যায়।

রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী জুয়েল মিয়া জানান, রংপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর হয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালী ব্রিজের পাশে রেলক্রসিংয়ে ধানবোঝাই ট্রাকটি বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটারসহ অন্তত পাঁচটি ট্রেন দু’পাশের স্টেশনগুলোতে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।