নাটোরে তাফসির মাহফিল আয়োজনে বাধা, চারিদিকে নিন্দার ঝড়

নলডাঙ্গায় ইসলামী যুব সমাজের আয়োজনে মাধনগর বাজার ইমামবাড়ী ঈদগাহ্ ময়দানে আগামী ১৫ সেপ্টেম্বর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নাটোরে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনে বাধা, চারিদিকে নিন্দার ঝড়
নাটোরে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনে বাধা, চারিদিকে নিন্দার ঝড় |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলার ২নম্বর মাধনগর ইউনিয়নে ইসলামী যুব সমাজের আয়োজনে মাধনগর বাজার ইমামবাড়ী ঈদগাহ্ ময়দানে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাফসিরুল কুরআন মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমকে প্রধান অতিথি করা হয়েছে এবং নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলামকে বিশেষ অতিথি করা হয়েছে। হাফেজ মাওলানা মুফতি আমীর হামজাকে প্রধান বক্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাওয়াত প্রদানসহ পোষ্টার,ব্যানার, তোড়ন, গেট তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার প্রচারণা চলছে।

সব আয়োজন শেষ হলে ও মাহফিল যাতে না হয় সেজন্য পরিকল্পিতভাবে বাধা প্রদান করছে, একটি দলের নেতারা, বলে অভিযোগ করেছেন আয়োজক কমিটি। সেই তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়েই শুরু হয়েছে উত্তেজনা। চারিদিকে চলছে নিন্দার ঝড় যা গড়িয়েছে থানা ও উপজেলা পরিষদ পর্যন্ত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা থানা ও উপজেলা পরিষদে উপস্থিত হয় মাহফিলের আয়োজক কমিটি ও বিভিন্ন শ্রেণী-পেশার লোক। বর্তমানে বিষয়টি নতুন করে, জেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

তাফসিরুল কুরআন মাহফিল আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক মো: এনামুল হক,কমিটির সদস্য জিয়াউর রহমান, মাজেদুর ইসলাম, মো: শহিদুল ইসলাম, মো: শাহাদৎ হোসেন বলেন, একটি দলের কিছু ব্যক্তি এই দানবিহীন মাহফিল আয়োজনকে বাধা প্রদান করছে। যা বিগত ১৫ বছর কেউ কোন বাধা দেয়নি। কিন্তু বর্তমানে একটি দলের কিছু ব্যক্তি, নিজ স্বার্থে ইসলামিক তাফসির মাহফিল আয়োজনে বাধা দিয়ে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আমাদের এই মাহফিল আয়োজনে অনেক দিন থেকে প্রস্তুতির কাজ চলছে,তারা মৌখিক অনুমতিও প্রদান করছে, এখন সব আয়োজন শেষের পথে, এই মুহুর্তে একটি দলের কিছু লোকের প্রভাবের কারণে, তারা আমাদের আর আয়োজন করতে দিচ্ছে না। এসময় দানবিহীন তাফসিরুল কুরআন মাহফিলে বাধা দেয়া মানে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার সামিল।’

আয়োজক কমিটির সদস্যরা আরো বলেন, আমরা যেখানেই যাচ্ছি, যেখানেই স্থান চাচ্ছি, সেখানেই বাধা প্রদান করা হচ্ছে। তাই আমরা আজ বিষয়টি নিয়ে, উপজেলা নির্বাহী কর্মকতা ও নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করতে আসছি। যতই বাধা আসুক, আমরা এই তাফসির মাহফিল সফল করতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, ‘আয়োজক কমিটির সদস্যরা আসছিলো। আইনানুগভাবে যা হয়, তাই হবে। এতে কোনো সমস্যা নেই।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, ‘আয়োজক কমিটির সদস্যরা আসছিলো। প্রধান বক্তা মাওলানা আমীর হামজা উনি বড় মাপের লোক, অনেক লোকজন আসবে। আমি বললাম আমাদের পুলিশ সুপার স্যারের কাছে একটা আবেদন করেন। আমরা তদন্ত করে দেখব। আপনারা স্থান কোথায় নির্ধারণ করবেন, এগুলো আপনাদের বিষয়। অনুমতি পাওয়ার পর আমরা সার্বিকভাবে সহায়তা করবো।’