প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া বলেছেন, বিগত ১৭ বছর প্রবাসীদের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকা বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। কিন্তু বিরুপ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী সে কথা বলতেও পারেননি। কারণ দুই ঠোঁটের মাঝে অদৃশ্য তালা ছিল। ৫ আগস্ট ছাত্র জনতা জীবন ও রক্তের বিনিময়ে জালিমকে উৎখাত করে জুলুমের অবসান ঘটিয়েছে। আর যেন কোন জালিম না আসতে পারে সে দিকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ভূখন্ড পেয়েছি আর ২৪এর ৫ আগস্ট জুলুম মুক্ত হয়েছি। যারা বলেন, আগেই তো ভালো ছিলাম তারা নিজের সাথে, জাতির সাথে প্রতারণা করছেন। বিশ্বে এমন কোনো দেশ আছে যেখানে বিনা ভোটে ১৫৪ জন এমপি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো এমন ঘটনা ঘটেছে।
তিনি শুক্রবার বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে প্রবাসীদের মাঝে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিষ্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিবের একান্ত সচিব কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রবাসীদের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অনুদান, ক্ষতিপূরণ বকেয়া ও বীমা সুবিধা বাবদ ২১ জনকে এক কোটি ৫৩ লাখ টাকা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন বাবদ ২৭ লাখ টাকা ১০জনকে প্রদান করেন প্রধান অতিথি।



