কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া থানার এজাহারভুক্ত আসামি মো: শহিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসার পথে ছিনিয়ে নেয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ভাটেরা রাবার বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ভাটেরা রাবার বাগান এলাকার জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯)। আটকদেরকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি গোলাম আফছার জানান, পু্লিশ অ্যাসল্টের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।