ঢাকার দোহার উপজেলার পদ্মার মৈনটঘাট এলাকায় মাছ শিকারের সময় বজ্রপাতের আঘাতে নিখোঁজ হন গাজী (৩৫) নামের এক জেলে। ঘটনার ৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
রোববার (২৫ মে) সকাল ১০টার দিকে মৈনটঘাট এলাকায় মাছ শিকারের সময় গাজী এ দুর্ঘটনার শিকার হন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নৌকায় বসে মাছ শিকার করছিলেন গাজী ও তার সহযোগী আইয়ুব আলী। হঠাৎ বজ্রপাতের আঘাতে গাজী নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় আইয়ুব আলী চিৎকার করলে আশপাশের জেলেরা ছুটে আসেন এবং গাজীকে খুঁজতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে কার্তিকপুর নৌ পুলিশের একটি টিম উপস্থিত হয়ে সন্ধানে নেমে পড়ে। তারাও ব্যর্থ হয়।
তারা আরো জানায়, পরবর্তীকালে দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার শুরু করেছে। তবে, ৬ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে বলেও জানায় ডুবুরি দল।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে উদ্ধারে কাজ করে যাচ্ছে।