লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে সংঘর্ষের খবর সংগ্রহ ও ভিডিও ধারণকালে দৈনিক নয়া দিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুর ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংবাদ সংগ্রহের সময় কিছু ব্যক্তি সাংবাদিক সাব্বির আহমেদ লাভলুর কাজে বাধা দেন। একপর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। পরে তাকেও হেনস্তা করে তারা।
ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সিদ্দিক বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং দোষীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করা হবে।’



