পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু'মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
বুধবার (১৬ জুলাই) এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দু’জনকে ১০০টাকা অর্থদণ্ড ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
অপর মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
আটক ব্যক্তিরা হলেন চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তর ছেলে মাদককারবারি দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্দপাড়া এলাকার নবির উদ্দিন এর ছেলে মাদকসেবী আব্দুল মমিন (৩৮) ও ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে মাদককারবারি আশরাফুল ইসলাম (৫৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে দিলীপ দত্ত অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ বিক্রি, প্রয়োজনে হোম ডেলিভারি পর্যন্ত করত। আমরা দীর্ঘদিন ধরে তার উপরে নজর রেখেছিলাম। বগুড়া, দর্শনাসহ বিভিন্ন অঞ্চল থেকে দেশী-বিদেশী মদ চাটমোহরে এনে নিজ বাড়ি থেকে বিক্রি করতেন।
স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের কর্তা বাবুরাও তার নিয়মিত খদ্দের ছিলেন। আমরা তার মাদক সেবনের লাইসেন্সটি বাতিল করে দিব। সে ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করতে পারবে না। অপরদিকে অন্য দু’মাদককারবারিকে নিজ নিজ এলাকা থেকে গাজা ও হিরোইনসহ আটক করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিয়মিতভাবে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
তিনি বলেন, মাদকদ্রব্য যুব সমাজসহ সকলের ব্যাপক ক্ষতি করে তাই চাটমোহর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা সচেষ্ট থাকব। ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মাদককারবারি দিলীপ ও তার পরিবারকে সাবধান করে দেয়া হয় ভবিষ্যতে এই পরিবারের যে কেউ এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।