ডা. তাহের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না

যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা তো পিআরকে মেনে নেয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের |নয়া দিগন্ত

জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, ‘পিআর মাধ্যমে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না।’

তিনি বলেন, ‘যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা তো পিআরকে মেনে নেয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে সুজনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে যে সার্ভে হয়েছে সেখানে ৭১ পার্সেন্ট লোক পিআর চাচ্ছে। পিআর পদ্ধতিতে হলে নির্বাচন সুষ্ঠু হবে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

ডা. তাহের বলেন, ‘সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। উৎসবমুখর নির্বাচন। তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

বিএনপি’র উদ্দেশ্যে ডা. তাহের বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হ্যা, না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করবো তারা যেন শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছি, সেটার ভিত্তিতে আগামী নির্বাচনে তারা পজেটিভ ভূমিকা নেবে।’

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশাররফ হোসেন ও নাছির আহমেদ মোল্লা প্রমুখ।