পাটগ্রামে পরিবহন থেকে চাঁদা আদায়, মালিক পক্ষের স্মারকলিপি

পাটগ্রামে ট্রাক ও ট্যাংকলরি থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
পাটগ্রামে পরিবহন থেকে চাঁদা আদায়, মালিক পক্ষের স্মারকলিপি
পাটগ্রামে পরিবহন থেকে চাঁদা আদায়, মালিক পক্ষের স্মারকলিপি |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও ট্যাংকলরি থেকে অবৈধ চাঁদা আদায় এবং পরিবহন মালিককে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

বৃহস্পতিবার (৮ মে) দুপরে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বুড়িমারী স্থলবন্দরের ট্রাক ও ট্যাংকলরি মালিকগণ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। কিন্ত এর পরও লালমনিরহাটের নির্ধারিত কয়েকটি পয়েন্টে নামে বেনামে বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। তারা নিজেদের লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্য পরিচয় দিয়ে ড্রাইভারের নিকট ৩০ টাকার একটি রশিদ ধরিয়ে দিয়ে জোরপূর্বক ১৫০ টাকা আদায় করছে।

ট্রাক মালিকরা অভিযোগ করেন, গত ৫ মে হাফেজ বজলুর রহমান (রহ:) পরিবহনের একটি পণ্যবাহী ট্রাক স্থানীয় ঘুন্টি বাজারে একদল লোক আটকিয়ে সংগঠনের পরিচয় দিয়ে ড্রাইভারকে ৩০ টাকার একটি রশিদ দিয়ে ১৫০ টাকা দাবি করে। চালক রশিদে বর্ণিত টাকার বেশী দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা উত্তেজিত হয়ে ড্রাইভারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

খবর পেয়ে ট্রাক মালিক আব্দুস ছালেক ঘটনাস্থলে এলে সংগঠনের পরিচয়ধারীরা তাকেও লাঞ্ছিত করে। পরে স্থানীয় থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পরিবহন মালিকরা আরো অভিযোগ করেন, লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ৬ থেকে ৭০০ ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এসব পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ভয়ভীতি সহ ট্রাক জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

ট্রাক মালিক আব্দুস ছালেক সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের বলেছি আপনারা বৈধ কাগজপত্র দেখান আমরা ফি দেব তবে কোনো চাঁদা দেব না। কিন্ত তারা আমাদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।’

স্মারকলিপিতে নিজেদের ট্রাক মালিক পরিচয় দিয়ে আব্দুস ছালেকসহ ২৫ ব্যাক্তি স্বাক্ষর করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘এর আগেও আমি ওই সংগঠনের নামে চাঁদা দাবির অভিযোগ পেয়েছি। তাদের ৭দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে চাঁদা আদায় বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’