তোফায়েল আহমদ

বিগত ৫৪ বছরে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

‘আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব’ বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
জামায়াত মনোনীত সুনামগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী তোফায়েল আহমদ খান
জামায়াত মনোনীত সুনামগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী তোফায়েল আহমদ খান |নয়া দিগন্ত

‘আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব’ বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান বলেছেন, ‘রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই হাওরাঞ্চলের মানুষ বঞ্চিত থেকেছে। যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের উন্নয়নের নামে নিজেদের স্বার্থই দেখেছেন। ‘

বুধবার (৫ নভেম্বর) জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের টাকাটুকিয়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমদ বলেন, ‘যদি আমরা দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারি, দুর্নীতিকে না বলি সবাই মিলে আর দেশের উন্নয়নের জন্য যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে পারি তাহলে কোনো সমস্যাই সমস্যা না।’

তোফায়েল আহমদ খান আরো বলেন, ‘৫ আগস্টের পর অনেকে অনেক সুবিধা নিয়েছেন কিন্তু জামায়াত ইসলামী কোনো অন্যায় সুবিধা নেয়নি, আর নিবেও না।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ- জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। সবাইকে বলছি ন্যায় নীতিতে অটল থেকে আল্লাহর আদেশ মেনে নীতি নৈতিকতা মেনে চলার জন্য। যোগ্য লোক নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে।’

উঠান বৈঠকে তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রুকন উদ্দিন, কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ নজির, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন এবং যুব বিভাগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।