বরিশালের ছয় সংসদীয় আসনে ৪৯ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন |নয়া দিগন্ত গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ ছাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রাসেল সরদার ও নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ স্বপন সরদারসহ আটজন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী তারিকুল ইসলাম, হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা নেছার উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান মাস্টারসহ ৮জন।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, গণঅধিকার পরিষদের প্রার্থী ইয়ামিন এইচ এম ফারদিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু ও ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ আটজন।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ চারজন।

বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার, হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, এবি পার্টির প্রার্থী মো: তারিকুল ইসলাম, এনসিপির প্রার্থী আব্দুল হান্নান শিকদার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সমন্বয়কারী মনীষা চক্রবর্তীসহ মোট ১৫ জন।

এছাড়া বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, ধানের শীষের প্রার্থী বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ ছয়জন।