কক্সবাজারে নিখোঁজ মরিয়মের সন্ধ্যান চায় পরিবার

তার শারীরিক গঠন মধ্যম, গায়ের রং ফর্সা, মূখমণ্ডল গোলাকার, উচ্চতা চার ফুট। এতিমখানা থেকে বের হওয়ার সময় পরণে ছিল মাদরাসার ড্রেস।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
নিখোঁজ মরিয়ম।
নিখোঁজ মরিয়ম। |নয়া দিগন্ত

কক্সবাজারে নিখোঁজ সাদিয়া সুলতানা মরিয়মের (১৩) সন্ধ্যান চেয়ে সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সদরের মহুরী পাড়া ওমাইর এতিমখানা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে।

মরিয়ম কক্সবাজার শহরের পেশকার পাড়ার মরহুম নুর আহমদের মেয়ে। সে ওই এতিমখানা মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

তাকে খুঁজে না পাওয়ায় মাদরাসা কর্তৃপক্ষের পরামর্শে তার মা রিনা আক্তার গত ২৫ নভেম্বর কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নম্বর— ২০২৪।

সাদিয়া সুলতানা মরিয়মের শারীরিক গঠন মধ্যম, গায়ের রং ফর্সা, মূখমণ্ডল গোলাকার। তার উচ্চতা চার ফুট, এতিমখানা থেকে বের হওয়ার সময় তার পরণে ছিল মাদরাসার ড্রেস।

কোনো সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত মরিয়মের সন্ধান জেনে থাকলে এতিম খানার নির্বাহী পরিচালক, মোবাইল ফোন নম্বর— ০১৭৮৬৫৫৭০৩৩, মেয়েটির মা রিনা আক্তার মোবাইল ফোন নম্বর— ০১৬২৭৪৯৩৭০৯ অথবা কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল ফোন নম্বর— ০১৭১৩৩৭৩৬৬৩ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।