গৌরীপু‌রে ছাত্রদ‌লের যুগ্ম-সাধারণ সম্পাদক খুন

সোনাকা‌ন্দি গ্রা‌মের বাদল ও রা‌শেদ নামের দুই যুবক পাছার বাজা‌রে এক‌টি চা‌য়ের দোকানে দীর্ঘদিন ধ‌রে বাকিতে চা খায়। চা দোকানির ব‌কেয়া টাকা প‌রিশোধ না করায় ছাত্রদ‌লের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরের কা‌ছে তি‌নি না‌লিশ ক‌রেন। প‌রে হুমায়ুন ক‌বির অভিযুক্ত বাদল ও রা‌শেদকে ডে‌কে নি‌য়ে চা দোকানির টাকা প‌রি‌শোধ কর‌তে চাপ প্রয়োগ ক‌রেন।

Location :

Gauripur
গৌরীপু‌রে ছাত্রদ‌লের যুগ্ম-সাধারণ সম্পাদক খুন
গৌরীপু‌রে ছাত্রদ‌লের যুগ্ম-সাধারণ সম্পাদক খুন |নয়া দিগন্ত

ময়মন‌সিং‌হের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির দুর্বৃত্তের ছু‌রিকঘা‌তে খুন হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে সহনা‌টি ইউ‌নিয়‌নের সোনাকা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

হুমায়ুন ক‌বির সোনাকা‌ন্দি গ্রা‌মের আব্দুল কাইয়ুমের ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাকা‌ন্দি গ্রা‌মের বাদল ও রা‌শেদ নামের দুই যুবক পাছার বাজা‌রে এক‌টি চা‌য়ের দোকানে দীর্ঘদিন ধ‌রে বাকিতে চা খায়। চা দোকানির ব‌কেয়া টাকা প‌রিশোধ না করায় ছাত্রদ‌লের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরের কা‌ছে তি‌নি না‌লিশ ক‌রেন। প‌রে হুমায়ুন ক‌বির অভিযুক্ত বাদল ও রা‌শেদকে ডে‌কে নি‌য়ে চা দোকানির টাকা প‌রি‌শোধ কর‌তে চাপ প্রয়োগ ক‌রেন। এ ঘটনার জের ধ‌রেই শুক্রবার সন্ধ‌্যায় সোনাকা‌ন্দি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সাম‌নে হুমায়ুন ক‌বি‌রের পথ‌রোধ ক‌রে বাদল ও রা‌শেদ ছু‌রিকাঘাত ক‌রে।

প‌রে স্থানীয়রা আহত অবস্থায় হুমায়ুন ক‌বির‌কে গৌরীপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সোনাকা‌ন্দি গ্রা‌মের কয়েক‌টি বা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ‌মো: দিদারুল আলম জানান, এ ঘটনায় স‌ন্দেহভাজন একজনকে আটক করা হ‌য়ে‌ছে। নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের জন্য ময়মন‌সিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌চ্ছে।