আড়াইহাজারে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ৯ জনের বিরুদ্ধে মামলা

বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার শালমদী নয়া বাজারে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
জাহাঙ্গীর মিয়া
জাহাঙ্গীর মিয়া |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার শালমদী নয়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (৩০ জুলাই) সকালে শালমদী বাজারে নিজস্ব মালিকানাধীন দোকানে পার্টিশন দিতে গেলে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত স্থানীয় একটি পক্ষের সাথে তার কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জাহাঙ্গীর মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৬) আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজহারভুক্ত আসামিরা হলেন- তোতা প্রধান ওরফে তোতা মেম্বার (৭০), বেনু প্রধান (৭৫), আলম প্রধান (৪৫), রাসেল প্রধান (৩৫), খোকন প্রধান (৪০), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর প্রধান (৪০), হানিফা (৪৫) ও হাসেম (৪৫)। সকলেই মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী জানা গেছে, বিএনপির ‘সুমন গ্রুপ’ সংশ্লিষ্ট তোতা মেম্বার (৭০) নামীয় ব্যক্তি নিহত জাহাঙ্গীর মিয়াদের পারিবারিক মালিকানাধীন তিনটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দখল করে রাখেন। একাধিকবার ভাড়া চাওয়ার পরও না দেয়ায় ঘটনার দিন সকালে জাহাঙ্গীর দোকানে নিজ অংশে পার্টিশন দেন। এরপরই বিবাদীরা দলবদ্ধভাবে লাঠি-রড দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এদিকে ঘটনার পরদিনও মামলার প্রধান আসামি তোতা মেম্বারসহ কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর অনেকে বিষয়টিকে পূর্ব বিরোধ ও প্রভাব বিস্তারের জের হিসেবেও দেখছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।