গাজীপুর-৬ আসনে সবার এমপি হতে চান হাফিজুর

প্রবল ইচ্ছা থাকলেও খুব কাছের মানুষদের অনেককেই ফোন দিতে পারিনি, দোয়া চাইতেও পারিনি। অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু কী করবো বলুন! এমন টাইট সিডিউল চলছে যে এর বাইরে গিয়ে দুই-তিন মিনিট সময় নিয়ে কয়েকজনকে ফোন দেওয়াও সম্ভব হচ্ছে না।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ড. হাফিজুর রহমান
ড. হাফিজুর রহমান |নয়া দিগন্ত

গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও হায়দারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক ব্যস্ততায় ডুবে রয়েছেন।

প্রার্থী ঘোষণার পর থেকে সময়ের অভাবে কাছের মানুষদের খোঁজখবর নিতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যার শিরোনাম- ‘একটি কৈফিয়ত ও একটি আবেদন!’

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গত ১০ তারিখে প্রার্থী ঘোষণার পর থেকে নিজের বা পরিবারের জন্য আলাদা করে কোনো সময় বের করতে পারিনি। ফেসবুকেও যতটুকু সময় দিই, তা কোনো কর্মসূচির ফাঁকে গাড়িতে থাকা অবস্থায়। পোস্টগুলোও আশেপাশে থাকা ভাইদের সহায়তা নিয়ে করি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘প্রবল ইচ্ছা থাকলেও খুব কাছের মানুষদের অনেককেই ফোন দিতে পারিনি, দোয়া চাইতেও পারিনি। অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু কী করবো বলুন! এমন টাইট সিডিউল চলছে যে এর বাইরে গিয়ে দুই-তিন মিনিট সময় নিয়ে কয়েকজনকে ফোন দেওয়াও সম্ভব হচ্ছে না।’

ড. হাফিজুর রহমান জানান, তিনি যেহেতু সবার শেষে মনোনীত হয়েছেন এবং দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তাই নতুন করে সংগঠনের সাথে খাপ খাওয়াতে বাড়তি সময় দিতে হচ্ছে। এজন্য সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ করে যাবো। এজন্য আপনাদের সবাইকে পাশে চাই।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি গাজীপুর-৬ আসনের ভোটার হন, তবে আপনার ভোট ও আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ আমার জন্য বড় অনুপ্রেরণা হবে। আর দেশের বা বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ভাই-বোন ও বন্ধুরা আমাদের দোয়া, পরামর্শ, যোগাযোগ, আর্থিক সহায়তা, মিডিয়া বা সামাজিক মাধ্যমে সহযোগিতা করতে পারেন।’

সবশেষে তিনি আহ্বান জানান, ‘আপনার কোনো আত্মীয় যদি টঙ্গী, গাছা বা হায়দারাবাদ এলাকায় থাকেন, দয়া করে তাদের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিন। ইনশাআল্লাহ, আমরা সবার এমপি হবো- নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নিয়ে কাজ করবো।’