বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এ টি এম আজাহারুল ইসলাম বলেছেন, শহীদ নিজামীর অপরাধ- এ দেশে তিনি ইসলাম কায়েম করতে চেয়েছিলেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে দৌলতপুর ইমাম হোসেন একাডেমি মাঠে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ টি এম আজাহার বলেন, শহীদ নিজামী দু’টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু এ পর্যন্ত কেউ তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেনি।
সাঁথিয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, মরহুম নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নিয়েছেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন। তাই দল মত নির্বিশেষে সকল সাঁথিয়াবাসীকে আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করতে হবে।
সাঁথিয়া উপজেলা আমির মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচক ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পাবনা জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম প্রমুখ।