দিনাজপুরের ‘পুতুল’ই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী

বাড়িটি মায়ের নামে ‘তৈয়বা ভিলা’ নামকরণ করা রয়েছে। এ বাড়িতেই কেটেছে তার শৈশব ও কৈশোরকাল।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির ভিতরের ড্রয়িং রুম, ইনসেটে বাড়ির বাহির অংশ
খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির ভিতরের ড্রয়িং রুম, ইনসেটে বাড়ির বাহির অংশ |নয়া দিগন্ত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দিনাজপুরের মেয়ে। ‘পুতুল’ নামে তিনি পরিচিত ছিলেন। এই পুতুলই পরে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেন।

পুতুল নামটি তার বাবার দেয়া ছিল। তাই বাবা ইস্কান্দার মির্জা, মা তৈয়বা মজুমদারসহ পরিবারের সবাই তাকে পুতুল নামেই ডাকতেন। বাড়িটি মায়ের নামে ‘তৈয়বা ভিলা’ নামকরণ করা রয়েছে। এ বাড়িতেই কেটেছে তার শৈশব ও কৈশোরকাল।

বেগম খালেদা জিয়ার বাবা-মায়ের মৃত্যুর পর বাসাটি এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়ে আছে।

দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ১৯৫৪ সালে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন খালেদা জিয়া। এখান থেকেই ১৯৬০ সালে মেট্রিক পাস করেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় অবস্থিত তৈয়বা ভিলায় গিয়ে দেখা যায়, ভবনটি বর্তমানে একটি ডায়াগনস্টিক সেন্টার ভাড়া নিয়ে আছে। তবে দ্বিতীয় তলায় বেগম খালেদা জিয়া এবং তার বাবা-মা যে কক্ষে বসবাস করতেন, সেসব কক্ষ রক্ষণাবেক্ষণ করার জন্য একজন কাজের লোক আছেন। তিনি দীর্ঘদিন খালেদা জিয়ার বাবা-মাকে দেখাশোনা করেছেন।