কুড়িগ্রামে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যরা।
বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



