সিলেট থেকে লন্ডনগামী বিমানের ইস্তাম্বুলে জরুরি অবতরণ

তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও রাত ৯টার দিকে বিমানটি ইস্তাম্বুল ছেড়ে ফের লন্ডনের হিথ্রোর পথে যাত্রার প্রস্তুতি নিয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

সিলেট থেকে ছেড়ে যাওয়া লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মেডিক্যাল ইমার্জেন্সির কারণে ইস্তাম্বুলের অবতরণের খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় দৈনিক নয়া দিগন্তকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও রাত ৯টার দিকে বিমানটি ইস্তাম্বুল ছেড়ে ফের লন্ডনের হিথ্রোর পথে যাত্রার প্রস্তুতি নিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। বিমানটি ৫টার দিকে গন্তব্যে পৌঁছার কথা ছিল। তবে মেডিক্যাল ইমার্জেন্সির কারণে বিমানটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টার দিকে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি হিথ্রোর পরিবর্তে ইস্তাম্বুলের দিকে ঘুরিয়ে দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকে বিমানটি ফের হিথ্রোর পথে ইস্তাম্বুল ত্যাগের প্রস্তুতি নিয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।