গাংনীতে পেঁপে বাগানে মিলল নিখোঁজ যুবকের রক্তাক্ত লাশ

রাত ৯টার দিকে বাড়ি থেকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যান। তারপর রাতে আর খোঁজ-খবর পাওয়া যায়নি। সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
পেঁপে বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
পেঁপে বাগান থেকে যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে পেঁপে বাগান থেকে তপন হোসেন (২৭) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা-সাহেবনগর গ্রামের ইন্ডিয়া মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ৯টার দিকে পেঁপে বাগানে কাজ করতে আসা কৃষকরা লাশ দেখে পুলিশে খবর দেয়।

নিহত তপন হোসেন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙা হিন্দুপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

কাজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইন বলেন, ‘আমার কাছে সকালে ফোন আসে যে হাড়াভাঙা মাঠে একটি লাশ পড়ে আছে। আমি ও থানা পুলিশের সদস‍্যরা লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা করতে থাকি। এর ঘণ্টাখানেক পরে নিহতের স্ত্রী রুপা খাতুন এসে তার স্বামীর লাশটি সনাক্ত করেন। তবে কি কারণে তাকে মেরে ফেলা হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যান তপনকে। তারপর অনেকক্ষণ ধরে তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। এরপরপর মোবাইল ফোনটিও বন্ধ পাই। রাতে আমরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাইনি। আর আজ সকালে শুনতে পাই মাঠে একটা লাশ পড়ে আছে। এসে দেখি আমার স্বামীর লাশ। আমি এর বিচার চাই।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘হাড়াভাঙা একটি পেঁপে বাগানের মাঠ থেকে তপন নামের এক ব‍্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি তাকে রাতে মেরে মাঠের মধ‍্যে ফেলে রেখেছে। ময়নাতদন্তে শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Topics